কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থী করোনায় আক্রান্ত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রফেসর এমইএইচ আরিফ সেকেন্ডারি স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী। আক্রান্ত আব্দুল্লাহ আল আহাদ (১৮) কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর করোনার নমুনা পরীক্ষা দিলে পরদিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে তার আক্রান্তের খবর জানা যায় দুদিন আগে।
প্রফেসর এমইএইচ আরিফ সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক শামীম মিয়া বলেছেন, ওই শিক্ষার্থীর করোনার সংক্রমণ তার স্কুলের বাইরে থেকে হয়েছে।
শামীম মিয়া বলেন, আমাদের ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর করোনা পজিটিভ হয়েছে। কিন্তু সেটা অন্য স্থান থেকেও হতে পারে, কারণ সে পরীক্ষার্থী হওয়ায় স্কুলে আসে না। তাই আমাদের প্রতিষ্ঠানে সংক্রমণের ঘটনা ঘটেনি। কোন শিক্ষার্থীর মাঝেও করোনার লক্ষণ নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, এ বিষয়ে এখনও আমার জানা নেই। তবে দ্রুত বিষয়টি দেখছি। বিধিনিষেধ মেনে চলার জন্য আমরা সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিনিয়ত সতর্ক করে যাচ্ছি।