রাজশাহী কলেজিয়েট স্কুলের এক শিক্ষার্থীর করোনা শনাক্ত

রাজশাহী কলেজিয়েট স্কুল
রাজশাহী কলেজিয়েট স্কুল  © ফাইল ফটো

রাজশাহী কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবির জাওয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রবিবার দুপুর (২৬ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে আবির জাওয়াদ সুস্থ থেকে বাসায় চিকিৎসা নিচ্ছে। আপাতত তার কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি।

প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম বলেন, আবির জাওয়াদের পরিবার আগে থেকে করোনাভাইরাসে আক্রান্ত। সেখান থেকে আবির আক্রান্ত হয়ে থাকতে পারে।

তিনি বলেন, ওই শিক্ষার্থী গত ১৮ সেপ্টেম্বর করোনা পজেটিভ হয়। এর আগে সে স্কুলে এসেছিল। তবে এখন তার শ্রেণির কারও মধ্যে করোনার উপসর্গ দেখা যায়নি। তাই নিয়ম অনুযায়ী ক্লাস চলছে।


সর্বশেষ সংবাদ