অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে চলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের রাজনীতি করে। মানবসেবার ব্রত ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে। এর উত্কৃষ্ট প্রমাণ, করোনা মহামারিতে জননেত্রী শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের একটি হোটেলে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন। অসুস্থ মানুষকে সেবা দিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন। কৃষকের ধান কেটে দিয়েছেন। এই রকম একটা বৈশ্বিক অতিমারিতে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।

সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি প্রমুখ।

দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সুসময়ে যারা ভিড় জমায়, দুঃসময়ে তাদের খুঁজে পাওয়া যায় না। দলের জন্য যাদের ত্যাগ আছে, তাদের পদ দিতে না পারলেও অন্তত সম্মানটুকু দেওয়া উচিত।


সর্বশেষ সংবাদ