২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫

ভাষা সৈনিক ইসমাইল হোসেন মারা গেছেন

ভাষা সৈনিক ইসমাইল হোসেন  © সংগৃহীত

ভাষা আন্দোলনে মেহেরপুরে যারা অগ্রণী ভূমিকায় ছিলেন, তার মধ্যে জীবিত ছিলেন ইসমাইল হোসেন (৮৭)। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টায় তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ইসমাইল হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জামাতা অ্যাড. মোখলেসুর রহমান স্বপন জানান, শুক্রবার বাদ জুম্মা মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মেহেরপুর শহরের হোটেল বাজার শহীদ গফুর সড়কের বাসিন্দা এস্কেন্দার জুলকার নাইন ও খালেছা খাতুনের ১১ সন্তানের মধ্যে বড়।

তার মুত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনি এমপি। মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনসহ জেলার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।