২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৯

নতুন শিক্ষাক্রমে সতীর্থরা মূল্যায়ন করবে শিক্ষার্থীদের

শিক্ষার্থী  © ফাইল ফটো

নতুন শিক্ষাক্রম অনুমোদনের পর এখন পাঠ্যবই প্রনয়নের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২২ সাল থেকে পরীক্ষামূলকভাবে দুই এক শ্রেণির জন্য এটি চালু করা হবে। এরপর ২০২৩ সাল থেকে শুরু হয়ে ২০২৭ সালের মধ্যে সব শ্রেণির জন্য নতুন পাঠ্যবই অনুযায়ী পড়ানো হবে।

এনসিটিবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পাঠ্যক্রমে সতীর্থরা তাদের সহপাঠীদের মূল্যায়ন করবে। এর অধিকাংশই হবে শিক্ষাপ্রতিষ্ঠানে শিখনকালীন ধারাবাহিকতার উপর। অ্যাসাইনমেন্টভি,গ্রুপ ওয়ার্ক, কুইজ, খেলাধুলা, পোস্টার প্রদর্শনীসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে মূল্যায়নের কাজটি হবে।

এ প্রসঙ্গে এনসিটিবির একজন সদস্য গণমাধ্যমকে বলেন, নতুন শিক্ষাক্রমে শেখানোর অন্যতম একটি পদ্ধতি হলো ‘প্রকল্পভিত্তিক শিখনচর্চা’। যেমন একটি শ্রেণিতে ৩০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক তাদের তিনটি দলে ভাগ করে প্রকল্পভিত্তিক শেখার কাজ দেবেন। কাজটি করার পর শিক্ষার্থীরা তা শ্রেণিকক্ষে উপস্থাপন করবে। তার ভিত্তিতে শিক্ষক নম্বর দেবেন। আবার দলের ভেতর থেকেও শিক্ষার্থীরা একে অপরের কাজ মূল্যায়ন করবে।