কৃষক দলের হাল তুহিন-বাবুলের হাতে

সভাপতি হাসান জাফির তুহিন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল
সভাপতি হাসান জাফির তুহিন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল  © সংগৃহীত

হাসান জাফির তুহিনকে সভাপতি ও শহিদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষক দলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

সোমবার (২০ সেপ্টেম্বর) দলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আংশিক কমিটি অনুমোদন করেছেন।

এর মধ্য দিয়ে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ছয় মাস পর আংশিক কমিটি পেল জাতীয়তাবাদী কৃষক দল।

নতুন সভাপতি কৃষিবিদ তুহিন কৃষক দলের গত আহবায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। আর নতুন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক।

সাত সদস্যের আংশিক কমিটিতে দুই সিনিয়র সহ সভাপতি হলেন- হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।

কমিটিতে যুগ্ম সম্পাদকও হয়েছেন দুইজন- প্রকৌশলী টি এস আইয়ুব এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। এছাড়া দফতর সম্পাদক হয়েছেন মো: শফিকুল ইসলাম।

বিএনপি প্রতিষ্ঠার পর ১৯৮০ সালের ১১ ডিসেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সাত্তারকে আহবায়ক করে কৃষক দল প্রতিষ্ঠা করেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর ১৯৯২ সালে আবদুল মান্নান ভুঁইয়া ও শামসুজ্জামান দুদুর নেতৃত্বে দলটি পায় প্রথম কমিটি।


সর্বশেষ সংবাদ