তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী করতে শিক্ষাপ্রতিষ্ঠানকে উদ্যোগ নিতে হবে: রাষ্ট্রপতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১১ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১১ PM
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, তরুণ প্রজন্মকে দুর্নীতিবরোধী মনোভাব নিয়ে বেড়ে উঠতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দুর্নীতি প্রতিরোধ খুব জরুরি।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার মো. জহুরুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, দুর্নীতি বাজদের যেন শাস্তি নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধসহ অপ্রাতিষ্ঠানিক দুর্নীতিও প্রতিরোধ করতে হবে।