মলমূত্র-আবর্জনার স্তুপের উপর দিয়ে বিদ্যালয়ে যায় ৩ হাজার শিক্ষার্থী
- সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮ AM
সুনামগঞ্জের তাহিরপুরে মলমূত্র ও ময়লা-আবর্জনার স্তুপের উপর দিয়ে প্রতিদিনি প্রায় তিন হাজার শিক্ষার্থীকে দুটি বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। এতে করে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন ওই বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এই বেহলা দশা চললেও গুরুত্ব দিচ্ছেন না কেউ।
তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ও বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের প্রধান সড়কের এমন চিত্র দেখা গেছে। কোমলমতি শিক্ষার্থীদের আসা-যাওয়ার এ প্রধান সড়কের এমন বেহাল দশা দূর করতে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, সড়কের পাশে থাকা টিউবওয়েলের চারপাশজুড়ে সবসময় ময়লা-আবর্জনার স্তুপ থাকে। আর সেই স্তুপের ওপর লোকজন প্রকৃতির ডাকে সাড়া দেন। এ টিউবওয়েলের পাশেই মলমূত্র ত্যাগ করেন অনেকে। আর এর পাশ দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছেন শিক্ষার্থীরা। এতে দুর্গন্ধে তাদের নাভিঃশ্বাস হওয়ার উপক্রম। এছাড়া এ পথে যাওয়ার সময় ছাত্র-ছাত্রীরা উদ্ভট পরিস্থিতির শিকার হয় নিয়মিত।
উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া নাফিসা খাতুন জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে টিউবওয়েলের সামনে এলে সবাই নাক চেপে ময়লা আবর্জনার উপর দিয়ে দূর্গন্ধ সয়ে চলাচল করছি আমরা। গত কয়েক বছর ধরেই এই অবস্থা দেখে আসছি। আবর্জনার স্তুপ ও দুর্গন্ধ দিনদিন বাড়ছেই। আমরা কবে এই দুর্ভোগ, দূর্গন্ধ হতে রেহাই পাব?
এ প্রসঙ্গে জানতে চাইলে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমাদেরকে বছরে যে পরিমাণ সরকারি বরাদ্দ দেওয়া তাতে এ সড়ক ঠিক করাসহ পরিস্কার করার মতো সামর্থ্য হয় না। এ সড়কটি থেকে আবর্জনা সরাতে ও এখানে মলমূত্র ত্যাগ থেকে বিরত রাখতে হলে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকেই এগিয়ে আসতে হবে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আবর্জনা পরিস্কার করে ছাত্র-ছাত্রীদের এ সড়কে আসা যাওয়ার দুর্ভোগ দ্রুত সময়ের মধ্যে দূর করার ব্যবস্থা নেওয়া হবে। সড়কটি নতুন করে নির্মাণ করতে চাই আমরা। এজন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শন করে উপজেলা পরিষদের পক্ষ্য থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।