‘মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের’ অনুষ্ঠান বন্ধ করলেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদব ওবায়দুল কাদের।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ওই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
জানা গেছে, শনিবার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা চলছিল। এ সময় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের অনুষ্ঠানের কথা সভায় তোলা হয়। তখন ওবায়দুল কাদের সেই অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন।
সভায় ওবায়দুল কাদের বলেন, কিছুক্ষণ আগে খবর পেলাম, একটি ভুইফোঁড় সংগঠন প্রতিষ্ঠালগ্নের কী যেন আয়োজন করেছে। মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। তবে এর সাথে যখন লীগ, আওয়ামী যুক্ত হয় তখন আমাদের ভাবমূর্তির বিষয়টা এসে যায়। কারণ এরা নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে।
তিনি আরও বলেন, সবাই চাঁদাবাজি করে তা না। কিছু কিছু ভুইফোঁড় সংগঠন আছে তারা চাঁদাবাজি করে। দলের নাম ভাঙিয়ে আমাদের ভারমূর্তি নষ্ট করে। কোনো অবস্থাতেই এইসব সংগঠনের সভায় আপনারা আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকবেন না।