১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪২

মটরসাইকেলে ঘুরতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হলেন তিন বন্ধু

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থী  © সংগৃহীত

মটরসাইকেলে করে বরিশাল শহরে ‍ঘুরতে এসে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন একই ক্লাসের তিন শিক্ষার্থী। নিহতরা সকলে বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বাকেরগঞ্জ পৌর শহরের বাসিন্দা সিয়াম ও চয়ন দাস এবং রাব্বি। এদের সবার বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।

নিহতের সহপাঠীরা জানান, ছয়টি মোটরসাইকেলে করে তারা মোট ১৮ জন বন্ধু বরিশালে ঘুরতে যান। সেরনিয়াবাত সেতুতে ওঠার সময়ে পেছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। তারা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালিয়ে তাদের সামনের বাসটিকে ওভারটেক করে। কিন্তু তখনই বিপরীত দিক থেকে একটি বাস চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি।

পরে আরোহীদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরে ওই বাসটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল বন্দর থানা পুলিশ।