১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৯

ভর্তির ১৮ লাখ টাকা ফেরত পেল মৃত মেডিকেল শিক্ষার্থীর পরিবার

চেক দেওয়ার মুহূর্ত  © সংগহীত

নৌকাডুবিতে মারা যাওয়া শিক্ষার্থীর ভর্তি ফি ফেরত দিয়েছে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে পান্থপথে মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ে ভর্তি ফির ১৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

ওই শিক্ষার্থীর নাম আরিফ বিল্লাহ (২০)। বৃহস্পতিবার আরিফের বাবা জহিরুল হক ভূঁইয়ার হাতে টাকার চেক তুলে দেন মেডিকেলের অধ্যক্ষ এ বি এম বায়েজিদ হোসাইন।

জানা গেছে, গত ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদে নৌকাডুবিতে ২৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে আরিফও ছিলেন। আরিফের মা-বাবা সৌদিপ্রবাসী হওয়ায় একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে আরিফের লাশ রাখা হয়। পরে ২৯ আগস্ট সকাল ১০টায় বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট-সংলগ্ন স্থানীয় মডেল উচ্চবিদ্যালয় মাঠে আরিফের জানাজা সম্পন্ন হয়। পরে গ্রামের কবরে তাঁকে দাফন করা হয়।

উপজেলার চম্পকনগর গ্রামের সন্তান আরিফ পরিবারের বড় ছেলে। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এ বছর গ্রিন লাইফ মেডিকেল কলেজে (২০২০-২০২১) সেশনে ভর্তি হন তিনি। নৌকাডুবিতে তাঁর আকস্মিক মৃত্যুতে সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়।