এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ভিবিডি লক্ষ্মীপুর জেলার

শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা
শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা   © সংগৃহীত

এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) লক্ষ্মীপুর জেলা। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারস্থ একটি এতিমখানায় ‘সাপোর্ট এডুকেশন’ নামক ইভেন্টের আয়োজন করে ভিবিডি লক্ষ্মীপুর জেলা। উক্ত ইভেন্টের মাধ্যমে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

দীর্ঘ প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই ভিবিডি লক্ষ্মীপুর জেলা শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে। সংশ্লিষ্টদের দাবি, শিক্ষা সামগ্রী বিতরনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আরো আগ্রহী করে তোলার জন্যই  তাদের প্রচেষ্টা  যাতে করে শিক্ষার্থীদের পাঠে মনোযোগী হয়ে উঠতে পারে । উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম বিভাগের জেনারেল সেক্রেটারি সাইফ বাবু, ফান্ড রাইজিং সেক্রেটারি ইমতিয়াজ রহমান পাভেল, ভিবিডি লক্ষ্মীপুর জেলার ভাইস প্রেসিডেন্ট নুর উদ্দিন জাবেদ, জেনারেল সেক্রেটারি মোঃ আলমগীর হোসাইন, মানব সম্পদ কর্মকর্তা জায়েদ হাসান সায়েম ও প্রজেক্ট অফিসার সামিদুল আরেফিনসহ ভিবিডি লক্ষ্মীপুর জেলার স্বেচ্ছাসেবীবৃন্দ।


সর্বশেষ সংবাদ