শ্রেণিকক্ষ অপরিষ্কার, আজিমপুর গার্লসের অধ্যক্ষ বরখাস্ত
করোনা মহামারীর মধ্যে দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন একটি কক্ষ অপরিষ্কার থাকায় আজিমপুর গভার্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ স্কুলের পাঠদান কার্যক্রমের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন বলে জানা গেছে।
মন্ত্রীর সঙ্গে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, একটি কক্ষ অপরিষ্কার পেয়েছি। উনাকে আমরা প্রথমে শোকজ করব, কিছু করতে হলে তো আগে শোকজ করতে হয়।
অধ্যক্ষ হাসিবুর রহমান বলেন, মন্ত্রী মহোদয় যখন পরিদর্শনে আসেন, তখন তিনি আমদের কলেজের একটি স্টোর রুমে গিয়ে ক্ষুব্ধ হয়েছেন। আমি তখন বলতে পারিনি যে এটা স্টোর রুম। আমার চাকরির আর মাত্র পনের দিনের মত আছে। এখন আমার কী করেন, তারাই বলতে পারবেন। ডিজি মহোদয় বলেছেন, প্রথমে শোকজ করবেন।
করোনাভাইরাস মহামারীর কারণে গতবছর মার্চে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। সংক্রমণ কিছুটা কমায় আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে।