বকেয়া বেতন আদায়ে নমনীয় হতে বললেন শিক্ষামন্ত্রী
স্কুলের বকেয়া ফি আদায়ের ক্ষেত্রে অভিভাবকদের সাথে নমনীয় হওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি সকাল ১০টা রাজধানীর আজিমপুর গার্লস স্কুল ও কলেজে এ কথা বলেন।
স্কুলের ফি আদায়ের বিষয়ে তিনি আরো বলেন, এ ব্যাপারে আমাদের নির্দেশনা আগের মতোই। যে ফিগুলো এখনিই আদায় প্রয়োজন সেগুলোই আদায় করতে হবে। তবে সেক্ষেত্রেও যদি এমন হয় যে করোনায় কোনো শিক্ষার্থীর পরিবারে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে, সেটা স্কুল কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকে ওই সকল অভিভাবকদেরক কিস্তিতে বেতন আদায়ের সুযোগ দেয়ার অনুরোধ থাকবে। কারণ এটা একটা মানবিক বিষয়। একই সাথে বেতনের টাকাতেই কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলছে। সেদিকেও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। অন্যান্য খাতে খরচের পাশাপাশি সন্তানের স্কুলের বেতনও সচেতনভাবে পরিশোধ করতে হবে। আবার কোনো প্রতিষ্ঠান প্রতিটি ফি আদায়ের ক্ষেত্রে যেন অমানবিক না হয় সেবিষয়ে আমি সবার কাছে আবেদন রাখব।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় স্কুল-কলেজ খোলার উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি ‘অনুকূলে’ না আসায় দফায় দফায় ছুটি বাড়িয়ে আসছিল সরকার। গতকাল শনিবার স্কুল-কলেজের এ ছুটি শেষ হয়েছে।