স্কুল ড্রেস নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হওয়া অপেক্ষা বিদ্যালয় প্রাঙ্গণ। করোনা মহামারির কারণে স্কুল-কলেজে যাওয়া বন্ধ হয় শিক্ষার্থীদের। এ ঘরবন্দি জীবনের অবসান হয়েছে আজ রোববার (১২ সেপ্টেম্বর)। আজ সশরীরে শিক্ষার্থীদের জন্য খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদরাসা। শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকাল ১০টা রাজধানীর আজিমপুর গার্লস স্কুল ও কলেজে যান। সেখানে স্কুলড্রেস নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।
করোনার সাথে সাথে ডেঙ্গুর বিষয়েও সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে কিছুদিন কঠোর হওয়ার প্রয়োজন নেই। এছাড়াও ডেঙ্গু ও করোনায় সুরক্ষা হিসেবে শিক্ষার্থীদের ফুল হাতা ও ফুল প্যান্ট পোশাক পরা উচিত। দেখা গেছে অনেক শিক্ষার্থী এই দুই বছরে তাদের পোশাকের তুলনায় বড় হয়ে গেছে। সেক্ষেত্রে অভিভাবকদের নতুন ইউনিফর্ম বানাতে সময় দিতে হবে।
অন্যান্য স্কুল পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, আমরা সারাদেশে হঠাৎ করেই পরিদর্শনে যেতে চাই। আমাদের প্রত্যেক জেলায় একটি করে কন্ট্রোল রুম করা হয়েছে। সেখানে যে কেউ যেকোনো সমস্যা নিয়ে অভিযোগ জানাতে পারবেন। এ সময় স্কুলের বাইরে অভিভাবকদের ভীড় না করার অনুরোধ জানান তিনি।
দীর্ঘ সময়ের বকেয়া বেতনের বিষয়ে তিনি বলেন, লম্বা সময় স্কুল বন্ধ থাকায় অনেকেরই বেতন বকেয়া হয়ে গেছে। মানবিক দিক বিবেচনা করে করোনায় বিপর্যস্ত পরিবারের অভিভাবকদের বকেয়া বেতনাদি কিস্তিতে দেয়ার সুযোগ দেয়ার অনুরোধ থাকবে। শিক্ষার্থীদের থেকে দেয়া বেতনেই তো শিক্ষাপ্রতিষ্ঠান চলে। সেক্ষেত্রে অভিভাবকদেরকেও সচেতন থাকতে হবে।