কুমিল্লা-৭ আসনে নৌকার প্রার্থী হলেন ডা. প্রাণ গোপাল
কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগগের প্রার্থী মনোনয়ন পেয়েছেন চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত। শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এই উপনির্বাচন।
আওয়ামী লীগ নেতা ও সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। ৬৮ বছর বয়সী প্রাণ গোপাল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। প্রখ্যাত এই নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় অবদানের জন্য ২০১২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চান্দিনার এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন প্রাণ গোপাল। তবে সেবার আওয়ামী লীগ দলের পুরনো নেতা আলী আশরাফকে মনোনয়ন দেয়।
গত ৩০ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের পাঁচবারের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ। শূন্য এই আসনেই মনোনয়ন দেয়া হলো ডা. প্রাণ গোপালকে।