প্রথম কয়েক দিন ইউনিফর্মে ছাড়
করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকা সারা দেশের স্কুল-কলেজ আগামীকাল রবিবার থেকে খুলছে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে ১১ দফা নির্দেশনা। একইসঙ্গে স্কুল-কলেজ খোলার শুরুর প্রথম কয়েক দিন কিছু কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ইউনিফর্ম পরার বিষয়ে ছাড় দিচ্ছে।
ইতোমধ্যে শিক্ষার্থীদের ইউনিফর্মের ছাড়ের বিষয়ে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অভিভাবকদের নোটিশ পাঠিয়েছেন। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গত বৃহস্পতিবার পর্যন্ত নোটিশ দেয়নি, তবে এ বিষয়ে শিক্ষার্থীদের চাপ না দেওয়ার বিষয়টি ভাবনায় রেখেছে। বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনেক শিক্ষার্থীর স্কুলের পুরোনো পোশাক এখন আর গায়ে লাগে না। অনেকের সাদা পোশাকের রং হলদেটে হয়ে গেছে। এতদিন অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে নতুন পোশাক প্রয়োজন হয়নি।
পড়ুন: স্কুল-কলেজ খুলছে কাল, স্বাস্থ্যবিধি মানায় জোর
যেসব স্কুল অথবা কলেজ শিক্ষার্থীদের নির্দিষ্ট পোশাক পরার ক্ষেত্রে সাময়িক ছাড় দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর নেভি স্কুল অ্যান্ড কলেজ, স্যার জন উইলসন স্কুল, সেন্ট যোসেফ হাইস্কুল অ্যান্ড কলেজ, আনুষ্ঠানিক নোটিশ না দিলেও রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ইউনিফর্মের বিষয়টি বিবেচনায় রেখেছে।
সেন্ট যোসেফ হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিউবার্ট স্বপন বৈরাগী বলেন, অভিভাবকদের দেওয়া নোটিশে বলা হয়েছে, ইউনিফর্মে শিথিলতা এলেও শিক্ষার্থীরা যে পোশাক পরে আসবে, তা যেন শোভন হয়। সাদা যেকোনো শার্ট হতে পারে। জিনস বা গ্যাবার্ডিন কাপড়ের প্যান্ট না পরতে বলা হয়েছে।
দেখুন: গায়ে লাগছে না স্কুল ড্রেস
নেভি স্কুল অ্যান্ড কলেজের খিলক্ষেত শাখার এক অভিভাবক উম্মে সালমা জানান, তিনি গত বুধবার স্কুল থেকে একটি নোটিশ পান, যেখানে বলা হয়েছে, প্রথম দুই সপ্তাহ সাধারণ শোভন পোশাকে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। ইউনিফর্মের বাধ্যবাধকতা থাকবে না। তবে এই সময়ের মধ্যে স্কুলের নির্ধারিত ইউনিফর্ম অবশ্যই বানিয়ে নিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট পোশাক পরে আসার ক্ষেত্রে ছাড় দেওয়ায় অভিভাবকদের দুশ্চিন্তা কমেছে। তবে যেসব স্কুল এ বিষয়ে ছাড় দেয়নি, তাদের নিয়ে ক্ষোভ জানিয়েছেন কোনো কোনো অভিভাবক। তারা বলছেন, তারাও তাদের ছেলে-মেয়েদের জন্য নতুন পোশাক বানাতে দিয়েছেন। কিন্তু দরজি বলেছেন, ২০ সেপ্টেম্বরে আগে নতুন পোশাক দিতে পারবে না।