০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫

দেশের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সুপারিশ, সহায়তার আশ্বাস

দেশের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সুপারিশ, সহায়তার আশ্বাস  © ফাইল ফটো

করোনার বন্ধে দেশের বাইরে অবস্থিত বাংলাদেশিদের স্কুলগুলো চালুর সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হলে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ কর হয় বলে সংসদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, বৈঠকে কোভিডে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরতদের ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় ঋণ বিতরণ প্রণোদনা গত অর্থবছরসহ (২০২০-২১) চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত ১৪ হাজার ৬৬০ জনকে ৩৪৪ কোটি ৪৪ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, মো. সাদেক খান, মো. ইকবাল হোসেন।  বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য মো. মুজিবুল হক, শামীম হায়দার পাটোয়ারী এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশ নেন।