০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৩

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পূনর্বহাল দাবি

মানববন্ধনে আন্দোলনরতরা  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু ঘোষিত কোটা পূনর্বহালসহ ৬ দফা দাবি আদায় এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি বিক্রির প্রতিবাদে মানবন্ধনের আয়োজন করেছে ‘বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আহবায়ক মিজানুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির প্রধান উপদেষ্টা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সন্তান গোলাম মোস্তফা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, কোটা বাতিল চাওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীকে আশে-পাশের লোকজন ভুল বুঝিয়ে কোটা বাতিল করিয়েছে।’

উক্ত মানবন্ধনে অতিথিদের মধ্যে সংগঠনটির আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব এফ এম তসলিম রেজা এবং বাংলাদেশ ‍মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এম এ রাজ্জাকসহ ডজন খানেক মুক্তিযোদ্ধা সন্তান বক্তব্য রাখেন।

মুক্তিযোদ্ধা সন্তানরা  অভিযোগ করে বলেন, ‘আমাদের সবচেয়ে দুঃখ আওয়ামী লীগ সরকারের আমলেই আমরা নির্যাতিত, অবহেলিত। কোন বিপদে থানায় গেলে পুলিশ আমাদের সাথে ভালো ব্যবহার করেনা। আমরা আমাদের দাবি আদায়ে লড়াই চালিয়ে যাব।’

এ সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদের সন্তান গোলাম মোস্তফা বলেন, ‘প্রেস বিজ্ঞপ্তির প্রতিটি দাবি-ই আমার দাবি।’

প্রেস বিজ্ঞপ্তি