দেশে করোনা টিকার সঙ্কট নেই: সাবেক শিক্ষামন্ত্রী
বিশ্বের উন্নত দেশে করোনা টিকা সঙ্কট থাকলেও বাংলাদেশের এ টিকার কোন সঙ্কট নেই বলে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বুধবার (০৮ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ৩০ লাখ শহীদের বিনিময় এদেশের মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করছেন। এ দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী, সমৃদ্ধশালী হিসেবে গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, এই করোনা মহামারীতে বিশ্বের অর্থনীতি চাকা অচল হওয়ার পথে থাকলেও বাংলাদেশের মানুষের ওপর এর প্রভাব পড়তে দেননি শেখ হাসিনা। করোনা মহামারীতেও এদেশের মানুষ না খেয়ে মারা যায়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ আরো বলেন, বিশ্বের উন্নত দেশে করোনা টিকা সঙ্কট থাকলেও বাংলাদেশের এ টিকার সঙ্কট নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য টিকা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণে টিকা মজুদ রেখেছেন।