শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সহায়তা দেবে জাতীয়-আন্তর্জাতিক ১৮ সংগঠন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সহায়তা দেবে জাতীয়-আন্তর্জাতিক ১৮ সংগঠন
শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সহায়তা দেবে জাতীয়-আন্তর্জাতিক ১৮ সংগঠন  © ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে প্রায় ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে সরকারকে সাধুবাদ জানিয়ে এই পদক্ষেপে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেছে ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইন পরিচালনাকারী ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

বুধবার (৮ সেপ্টেম্বর) ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এই সিদ্ধান্ত এবছর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপনে যোগ করেছে ভিন্ন মাত্রা। শিশু শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, করোনা পরিস্থিতি বিবেচনায় ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনটি সরকারি দিক-নির্দেশনা মেনে নিরাপদে শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে সরকারের সহায়ক হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

ক্যাম্পেইনটিতে যোগদানকারী উন্নয়ন সংস্থাগুলো হল – ব্র্যাক, গণস্বাক্ষরতা অভিযান, ঢাকা আহছানিয়া মিশন, এডুকো বাংলাদেশ, এফআইভিডিবি, ফ্রেন্ডশিপ, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল- হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন, জাগরনী চক্র ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, রুম টু রিড, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন, টিচ ফর বাংলাদেশ, ভিএসও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইপসা।


সর্বশেষ সংবাদ