সিআরবিতে কোনো স্থাপনা নির্মাণ করা চলবে না: প্রগতিশীল গণ-সংগঠনসমূহ

নগরীর সিনেমা প্যালেস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়
নগরীর সিনেমা প্যালেস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়  © টিডিসি ফটো

সিআরবি রক্ষায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে চট্টগ্রাম জেলার প্রগতিশীল গণ-সংগঠনসমূহ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) নগরীর সিনেমা প্যালেস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেনের সঞ্চালনায় এবং চট্টগ্রাম জেলা উদীচী’র সংগঠক প্রবাল দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার আইন বিষয়ক সম্পাদক নুরুচ্ছাফা ভুঁইয়া, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার, উদীচী চট্টগ্রামের সংগঠক রমেন দাশগুপ্ত, ছাত্র ইউনিয়ন কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক অয়ন সেনগুপ্ত, সুবর্ণা দাশ, অনন্যা ভট্টাচার্য প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবি’তে বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়া চট্টগ্রামবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলন। কূটকৌশলের মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা করে প্রকৃতি ও পরিবেশ খেকো কতিপয় পুঁজিপতির স্বার্থ রক্ষা করছে চট্টগ্রামের তথাকথিত সরকার দলীয় কতিপয় জনপ্রতিনিধি। তারা মুখে সিআরবি রক্ষার কথা বলে, আন্দোলনরত চট্টগ্রামবাসীর বিশ্বাস অর্জন করে, গোপনে হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে সুযোগ করে দিচ্ছে। ‘হাসপাতাল শিরিষতলায় নির্মিত হচ্ছে না’ এমন বক্তব্যের মাধ্যমে দেশবাসীর চোখে ধুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

বক্তারা আরও বলেন, ‘প্রকৃতপক্ষেই শিরীষতলায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয়নি এবং একই সাথে এটা চট্টগ্রামবাসীর আন্দোলনের বিষয়ও নয়। বরং শিরিষতলার পাশে গোয়ালপাড়া সংলগ্ন এ হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা মূলত সিআরবির মধ্যেই পড়ে, এবং এ জায়গায় হাসপাতাল হলে পুরো সিআরবির পরিবেশ প্রকৃতি ঝুঁকির মুখে পড়বে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ থেকে বুঝা যায় অত্যন্ত সুচতুরতার সাথে চট্টগ্রামবাসীকে ধোঁকা দিয়ে আন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত করে, প্রাণ প্রকৃতি বিপন্ন করে হাসপাতাল তৈরির পাঁয়তারা করে যাচ্ছে সরকার।’

সিআরবি রক্ষায় নিয়মিত অন্যন্য কর্মসূচিও করা হবে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে এবং তৃণমূলে আন্দোলন ছড়িয়ে দিতে আমরা সিনেমা প্যালেস চত্ত্বরে সমাবেশ করছি এবং ভবিষ্যতে বিভিন্ন এলাকায়ও আমাদের সমাবেশ করা হবে। চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার প্রতি আহ্বান আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অধিকার আদায়ের সংগ্রামে শামিল হয়ে সবুজ নগরী গড়ার প্রক্রিয়ায় যুক্ত হোন।’


সর্বশেষ সংবাদ