দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন ওসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০ PM
আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় ঘনিয়ে আসলেও করোনায় ক্ষতিগ্রস্ত অনেক অস্বচ্ছল শিক্ষার্থীদের চোখে মুখে নেই উচ্ছাস। এমনই অর্ধশত দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শরীফ সুন্দর উচ্চ বিদ্যালয় মাঠে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কুড়িগ্রাম উলিপুরের এস এম আমিন উদ্দিন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন নোঙ্গর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন।
নোঙ্গর সংগঠনের আহ্বায়ক কে এ এম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ সুন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে করোনা পরিস্থিতিতে বাল্যবিয়ে ও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ অভিভাবকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ। পরে অর্ধশত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দুজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এমন উদ্যোগ প্রসঙ্গে পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে পড়াশোনায় উদ্বুদ্ধ করতে নোঙ্গরের মাধ্যমে এই আয়োজন করা হয়।