০৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৬
গুচ্ছে সিলেকশন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু হয়। সারাদেশের উৎকণ্ঠিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের আহবায়ক হাসনাত জামি জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। অথচ তারা সিলেকশনের নামে শিক্ষার্থীদের স্বপ্ন ভঙ্গ করছে। এটি অন্যায়। আমরা এই অন্যায় নিয়ম মানিনা। আমাদের সবাইকে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।