০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

পাখি হত্যার প্রতিবাদে রাজশাহীতে আন্দোলনের ডাক

শতাধিক শামুকখোল পাখি হত্যা  © টিডিসি ফটো

রাজশাহী হাসপাতালে ড্রেন নির্মানের জন্য গাছ কর্তন করে শতাধিক শামুকখোল পাখি হত্যার প্রতিবাদে জেলার পরিবেশবাদী সংগঠনগুলো মানববন্ধনের ডাক দিয়েছে। আগামীকাল সোমবার (৬ সেপ্টেম্বর) জেলার সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংগঠনগুলো হচ্ছে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ জোট, রাজশাহী রক্ষা আন্দোলন, সেভ দ্য নেচার এন্ড লাইফ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, গ্রিন ভয়েস, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল এক্সচেঞ্জ (ইয়্যাস)। এছাড়ও আরও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন আন্দোলনের সাথে একাত্বতা জানিয়ে উপস্থিত থাকবে।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্দোলনের অন্যতম সংগঠক ও ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল এক্সচেঞ্জ (ইয়্যাস) নামের একটি পরিবশেবাদী সংগঠনের সভাপতি মো. সামিউল আলম শাওন।

তিনি বলেন, তড়িঘরি করে ড্রেন নির্মাণের জন্য পুরনো গাছ কেটে এভাবে জীববৈচিত্র ধ্বংসের কাজ রাজশাহীতে এটিই প্রথম নয়। এর আগেও রাজশাহীতে কারাগারের নির্মাণ কাজের সময় গাছ কেটে পাখি হত্যার ঘটনা ঘটেছে। রাজশাহী হাসপাতালে ড্রেন নির্মাণের জন্য গাছ কেটে যে পাখিগুলো হত্যা করা হয়েছে আর মাত্র কিছু দিন হলেই সেখানে বাচ্চা পাখিগুলো উড়ে যেতে পারতো। এভাবে জীববৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে আমরা আগামীকাল থেকে কর্মসূচি শুরু করতে যাচ্ছি।’ ​

এছাড়াও আন্দোলনের সাথে সংহতি জানিয়ে উপস্থিতি থাকবেন রাজশাহী জেলার অর্ধশত যুব সংগঠনের জোট- বরেন্দ্র অঞ্চল যুব সংগঠন ফোরামের নেতৃবৃন্দ।