স্কুল খোলার খবর পেয়েই ছুটে আসে শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮ AM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০৬ PM
স্কুল খুলছে — এমন সংবাদেই ছুটে আসে টাঙ্গাইলের ঘাটাইলের শুকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার দিকে তাদের বেশ উল্লসিত অবস্থায় বিদ্যালয় প্রাঙ্গণে দেখা যায়। শুধু শিক্ষার্থী নয়, বিদ্যালয়টির অদূরে গাছ তলায় বসে কয়েকজন নারীকেও গল্প করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিদ্যালয় খোলার খবর শুনেই শুকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুুটে আসে ১৭জন শিক্ষার্থী। কেউ কেউ সঙ্গে বই-খাতা নিয়েও আসে। কিন্তু শিক্ষকের সঙ্গে কথা বলে তারা জানতে পারে যে, সেপ্টেম্বরের ১২ তারিখ থেকে খুলবে তাদের স্কুল।
বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের দুপুর পর্যন্তই বিদ্যালয় প্রাঙ্গণে ঘুরাঘুরি করতে দেখা যায়। কেউ কেউ রোদের মধ্যে খেলতে থাকে ; কেউবা মরচে পড়া স্লিপারে উঠে আনন্দ করার চেষ্টা করতে থাকে।
পঞ্চম শ্রেণির ছাত্র রিফাত মন খারাপ করে বলে, ‘বন্ধুদের সাথে বহুদিন খেলি না’
তৃতীয় শ্রেণীর রাকিব বলে, ‘স্যার-ম্যাডামদের মিস করি। মা শুধু খেলতে কয়; কিন্তু সারাদিন কি খেলা যায়? স্কুলে পড়মু আর খেলমু।’
২য় শ্রেণির ছাত্র রাকিবের মা আকলিমা খাতুন কিছুটা চিন্তিত; কেননা রাকিবের জন্য বানানো স্কুল-ড্রেস ছোট হয়ে গেছে। তিনি চাচ্ছেন না চার মাসের জন্য নতুন স্কুল-ড্রেস বানাতে।
বছরের শেষের দিকে স্কুল-ড্রেস বানাতে চাচ্ছেন না আকলিাম বেগমও। তিনি বলেন, একবারে নতুন বছরে স্কুল-ড্রেস বানাইলে ভালো হয়। বাচ্চাদের ড্রেস বানাইলে এক বছরের বেশি টেকে না।’
শিক্ষার্থীরা যখন বিদ্যালয় প্রাঙ্গণে খেলায় ব্যস্ত, তখন সময় অফিসের কাজে ব্যস্ত ছিলেন ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক আব্দুল বাতেন। তিনি বলেন , ‘শিক্ষার্থীতে আবারও স্কুল-প্রাঙ্গণ ভরে উঠবে ভেবে ভালো লাগছে।’