কুমিল্লা-৭ আসনে নৌকার প্রার্থী হতে চান প্রাণ গোপাল দত্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮ AM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৪ AM
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত।
শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হয়।
সরকার দলীয় সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে ঐ আসনটি শূন্য হওয়ায় সেখানে নৌকার প্রার্থী হতে চান প্রখ্যাত এই চিকিৎসক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া গুরুত্বপূর্ণ এই উপজেলায় প্রাণ গোপাল ছাড়াও আসনটির জন্য আওয়ামী লীগ থেকে আরো মনোনয়ন সংগ্রহ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজালাল মিঞা ও সদস্য জাকির হোসেন।
সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাঁচবারের সংসদ সদস্য আশরাফ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারও ছিলেন।
প্রাণ গোপাল দত্ত বিগত সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সে সময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি।
এই আসনে আগামী ৭ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।