০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৫

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ

চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  © ফাইল ছবি

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষার্থে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানায় সংগঠনটি। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ২ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।

আজ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক তুষার ইমরানসহ আরও অনেকেই। এর আগে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা শহরে বিক্ষোভ সমাবেশ করে।