ঢাকায় ফিরেছেন আফগানিস্তানে কর্মরত ৬ বাংলাদেশি প্রকৌশলী
আফগানিস্তানের কাবুল থেকে কাতারের দোহায় যাওয়া ছয় প্রকৌশলী ঢাকায় ফিরেছেন। গতকাল মঙ্গলবার রাত ১১ টা৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
এ প্রকৌশলীরা হলেন—রাজীব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মো. নজরুল ইসলাম, ইমরান হোসাইন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। তারা আফগান ওয়্যারলেসে কর্মরত ছিলেন।
এর আগে রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে ২০ জনকে দেশে ফেরানো হচ্ছে। এ ছাড়া আফগানিস্তানে আটকে পড়াদের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে।
এর আগে শনিবার রাতে এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। শিগগিরই তারা একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে আসবেন।
আফগানিস্তানে এখন পর্যন্ত ২৯ বাংলাদেশির অবস্থান নিশ্চিত হয়েছে দেশটির কূটনৈতিক মিশনের দায়িত্বে থাকা উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।