‘ক্ষমতায় টিকে থাকতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না সরকার’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১১:৩২ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১ AM
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, নানা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। কারণ সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এতদিন ভালোভাবে সরকারকে বলেছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে। সেটা তারা শোনেননি। এখন আমরা আন্দোলনে নেমেছি। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য রক্ত দেবো। কিন্তু এসব প্রতিষ্ঠান খুলে ছাড়বো।
চরমোনাই পীর বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আগামীতে আরও কঠোর আন্দোলন হবে। সেখানে জানমাল কোরবান করে সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো। কর্মসূচি সফল করবো।