৩১ আগস্ট ২০২১, ১১:২৫

মমেকে করোনায় আরও ৭ জনের মৃত্যু

মমেকে করোনায় আরও ৭ জনের মৃত্যু  © টিডিসি ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ।

আজ মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৭২) ও গৌরাঙ্গ (৭০)। জেলাওয়ারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন-ময়মনসিংহ জেলারই ২ জন। অপরদিকে, করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের গৌরিপুর উপজেলার আক্তার উদ্দিন (৮০), ভালুকার আসমা আক্তার (৪২), নেত্রকোণার কেন্দুয়ার পান্না আক্তার (৪০),জামালপুরের সরিষাবাড়ির আবুল হোসেন (৬৫) এবং ইসলামপুর উপজেলার মমতা বেগম (৫৫)।

জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন-ময়মনসিংহের ২ জন ,জামালপুর জেলার ২ জন ও নেত্রকোণা জেলার ১ জন ।

ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৫৮ জন। এর মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ।

অপরদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে প্রাপ্ত হয়ে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ।

আর ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে প্রাপ্ত হয়ে জানা যায়, জেলার মধ্যে উপজেলাওয়ারী করোনা সনাক্তের মধ্যে- ময়মনসিংহ সদরের ৩৩জন, ত্রিশালের ১৩ জন, ভালুকার ১১জন,গফরগাঁওয়ের ১১ জন, মুক্তাগাছার ৭জন, ঈশ্বরগঞ্জের ৬জন, ফুলপুরের ৫জন, তারাকান্দায় ৫জন, হালুয়াঘাটের ৫জন, ফুলবাড়ীয়ার ৪ জন, গৌরীপুরের ২জন এবং নান্দাইলের ১জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২১,০১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ১৮,৭১৩জন। নিজ বাড়িসহ জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ২হাজার ৩০৬ জন রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন।