চট্টগ্রামে দুই ইপিজেডে শ্রমিকদের টিকা দান শুরু হয়েছে

চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে টিকা দান
চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে টিকা দান  © সংগৃহীত

চট্টগ্রাম ও কর্ণফুলীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিদের মাঝে করোনা টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন উভয় ইপিজেডে তিন হাজার শ্রমিককে টিকার আওতায় আনা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে আনুষ্ঠানিকভাবে এই টিকা দান কর্যাক্রম উদ্বোধন করেন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের জন্য আলাদা কোনো টিকাদান কার্যক্রম নয় বরং যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম নগরের এ দুই ইপিজেডে ২ লাখ ২০ হাজার টিকার চাহিদা রয়েছে। পর্যাক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে।

সিইপিজেডের মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ জানিয়েছেন, ‘বন্দর হাসপাতালের আওতাধীন যেসব শ্রমিক টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের এই টিকা দেওয়া হচ্ছে। এরই মধ্যে ৫০ হাজার শ্রমিক টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। বর্তমানে এই ইপিজেডের ১৫১টি কারখানায় ১ লাখ ৬০ হাজার শ্রমিক কর্মররত আছে।’

শ্রমিকদের টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত নির্দিষ্ট করে শ্রমিকদের জন্য কোনো টিকার বরাদ্দ আসেনি। যারা বন্দর হাসপাতালের অধিন টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকার ব্যবস্থা করা হয়েছে।’

টিকা দান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সাংবাদিকদের জানান তিনি।

অন্যদিকে কর্ণফুলী ইপিজেডের মহাব্যবস্থাপক এনামুল হক বলেন, ‘প্রথম দিনে আমাদের ইপিজেডে প্রায় এক হাজার শ্রমিক টিকা নিয়েছেন। এখানে ৫০টি কারখানায় প্রায় ৭৫ হাজার শ্রমিক কাজ করছেন। পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে। তবে সরকারি নির্দেশনা না থাকায় এখন ১৮ থেকে ২৫ বছর বয়সীদের টিকার আওতায় আনা হচ্ছে না।’


সর্বশেষ সংবাদ