বার আউলিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি আমিন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ।
সোমবার (২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, এডহক কমিটির মেয়াদকাল ৬ মাস পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে সংবিধান সংবিধি-২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যান্সেলর এ মনোনয়ন যেকোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
চিঠিতে বলা হয়, বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আমিনুল ইসলামকে সভাপতি মনোনীত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি। এছাড়া ভিসি কর্তৃক এ্যাডভোকেট হুমায়ুন কবির রাসেলকে গভর্নিং বডির সদস্য মনোনীত হয়েছেন।
গভর্নিং বডিতে সভাপতি-সদস্য সচিব ছাড়া মোট ৪ জন সদস্য থাকবেন। পদাধিকার বলে কলেজ অধ্যক্ষ হবেন সদস্য সচিব। তাছাড়া কলেজের প্রতিষ্ঠাতার মধ্য থেকে একজন সদস্য হবেন, যিনি সভাপতি কর্তৃক মনোনীত হবেন। বাকি আরেকজন সদস্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে নির্বাচিত হবেন।
এ ব্যাপারে জানতে চাইলে আমিনুল ইসলাম আমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত সংক্রান্ত বিষয়টি আমাকে ফোন দিয়ে জানিয়েছেন। তবে আমি এখনো কোন চিঠি হাতে পাইনি।
এদিকে, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসীরা অনেক ধন্যবাদ জানান।