২৪ আগস্ট ২০২১, ১৯:৩০

পূজার পর পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  © ফাইল ফটো

করোনার প্রকোপ অনেকটা কমেছে ভারতের পশ্চিমবঙ্গে। পরিস্থিতি এরকম থাকলে পূজার পর রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‌পূজার পর সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনাকালে পশ্চিমবঙ্গেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ না করলে পূজার পর স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা।

মমতা রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিকদের বলেছেন, অক্টোবরে রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ ছড়িয়ে না পড়লে সব স্কুল–কলেজ খুলে দেওয়া হবে। করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে রাজ্য সরকার যথাযথ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যয় কাটিয়ে ওঠা ভারতে আগামী অক্টোবর নাগাদ তৃতীয় ঢেউ শুরু হতে পারে এবং দেশটিতে আরও অন্তত এক বছর করোনাভাইরাস মহামারি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে থাকতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে চলমান দ্বিতীয় ঢেউয়ে ভারতে যতটা বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তৃতীয় ঢেউয়ের বেলা তেমনটা হবে না বরং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে বলে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক মতামত জরিপে উঠে আসা ওই তথ্যে বলা হচ্ছে।