আসিফ নজরুলকে হুমকি মত প্রকাশের স্বাধীনতার ওপর প্রচণ্ড আঘাত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন এমন এক অসহনীয় ও অস্বাভাবিক পরিস্থিতি বিরাজমান, যেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকদেরও মত প্রকাশের স্বাধীনতা খর্বিত হচ্ছে। ক্ষমতাসীন কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী বিরুদ্ধ মতবাদকে কোনোভাবেই সহ্য করতে পারছে না।

“অধ্যাপক ড. আসিফ নজরুলের অফিসকক্ষে তালা ঝোলানো এবং হুমকি ও মিথ্যা অপবাদ দেওয়ার ঘটনা মত প্রকাশের স্বাধীনতার ওপর প্রচণ্ড আঘাত। আমি এই ন্যক্কারজনক সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।”

বৃহস্পতিবার দলের দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের কর্তৃক তাঁর অফিসকক্ষে তালা ঝুলিয়ে হুমকি ও মিথ্যা অপবাদ দেওয়ার ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি চর্চার স্থানে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।


সর্বশেষ সংবাদ