দুই উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে: হানিফ

১৫ আগস্ট ২০২১, ০৭:৫০ PM
অনুষ্ঠান বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ

অনুষ্ঠান বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ © টিডিসি ফটো

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ক্ষমতা লাভের জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। তাকে হত্যা করার তাদের দুটি উদ্দেশ্য ছিল। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া এবং স্বাধীন বাংলাদেশকে পুনরায় পরাধীন করা। তারা মুক্তিযুদ্ধের চেতানাকে ধ্বংস করতে চেয়েছিল। দ্রুত কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনীদের ফাঁসি কার্যকরা করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আয়োজনে বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত ওয়েবিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইতিহাসের পাতায় সবাই মহানায়ক হয় না। মহানায়করা ইতিহাসের পরিক্রমায় যুগযুগ ধরে বেঁচে থাকেন। ইতিহাস তার আপন মহিমায় তৈরি করে। তেমনই একজন ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু। একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্ন ছিল। বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সে সপ্ন বাস্তবায়ন করেছিলেন।

১৫ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, বিভক্ত বাঙলি জাতিকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে চাই। এটাই আমাদের জাতীয় শোক দিবসের লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ক্ষণজন্মা মানুষেরা জন্ম গ্রহণ করেন না তারা আবিভূত হন। মৃত্যুর পরে তারা ফুরিয়ে যায় না কাল কালান্তরে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। বঙ্গবন্ধু তেমন একজন নেতা। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক পৌছে দেওয়ার আহবান করেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে আটক করলেও হত্যার করার মতো দুঃসাহস ছিলনা তাদের। কিন্তু বাঙালি নামের কিছু কুলাঙ্গার সৈন্যরা হত্যা করে বাঙালি জাতির মহানায়ক এবং হিমালয়কে। এ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬