অ্যাসাইনমেন্টের জন্য স্মার্টফোন না পেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৫:১১ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২১, ০৫:১১ PM
অ্যাসাইনমেন্টের জন্য স্মার্টফোন কিনে না দেওয়ায় এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। রোববার (১৫ আগস্ট) সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রামে এই ঘটনা ঘটে।
ওই ছাত্রীর নাম দীপু (১৮)। সে শশিদ গ্রামের মৃত দীনেশ মালির মেয়ে এবং স্থানীয় েশেখেরহাট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে কলেজের অ্যাসাইনমেন্ট করতে দীপা তার মা ও ভাইয়ের কাছে একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরেছিল। তবে তার পরিবার খুবই অস্বচ্ছল হওয়ায় মোবাইল ফোন কিনে দিতে পারছিলেন না। গতকাল শনিবার রাতে দীপা আবারও স্মার্টফোন কিনে চায়। তবে তার মা তাকে গালমন্দ করে স্মার্টফোন কিনে দিতে পারবে না বলে জানিয়ে দেয়।
একদিকে কলেজের অ্যাসাইনমেন্ট করতে না পারা, অন্যদিকে মায়ের বকুনিতে অভিমান জন্মে দীপার। রোববার সকালে দীপার মা ঘর থেকে কাজের জন্য বের হয়ে গেলে দীপা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। দীপার মা সকাল ১০টায় কাজ থেকে ফিরে তার মেয়েকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সোলাইমান জানান, দীপা কলেজের পরীক্ষার অ্যাসাইনমেন্টের জন্য তার মায়ের কাছে স্মার্টফোন কিনে চায়। তবে তার পরিবার দরিদ্র হওয়ায় তাকে ফোন কিনে দিতে পারেনি। এতে অভিমানে সে আত্মহত্যা করেছে।