১৫ আগস্ট ২০২১, ১৪:৪৭

ধানমন্ডি ৩২ এ জনতার ঢল

ধানমন্ডি ৩২ এ জনতার ঢল  © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে হাজারো জনতার ঢল নেমেছে। রবিবার (১৫ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু হয় এ শ্রদ্ধা নিবেদন।

সকাল ৬টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর প্রধানমন্ত্রী এই মহান নেতার সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে বেজে ওঠে করুন সুর। সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এরপর সকার ৭টা থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সর্বসাধার প্রবেশে উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখ অংশ এবং ৩২ নম্বর সড়কে হাজারো জনতার ঢল নামে।

এরপর পর্যায়ক্রমে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড়।

সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এসময় ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও।