১৩ আগস্ট ২০২১, ১৯:৪১

কাকলীর মাস্টার ও সুকানি বরখাস্ত

কাকলীর মাস্টার ও সুকানি বরখাস্ত  © সংগৃহীত

পদ্মা সেতুতে ধাক্কা দেওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চলচলারত ‘ফেরি কাকলী’র ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন এবং হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) আজ শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

শুক্রবার বিকেলে নৌপরিবহণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকাল ৭টার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ধাক্কা দেয় ফেরি। বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে ‘ফেরি কাকলী’ এ ধাক্কা দেয়।

পড়ুন: পদ্মা সেতুর নিরাপত্তায় ফেরিতে থাকবে সেনাবাহিনী

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, ফেরিটির পদ্মা সেতুর ১১ ও ১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু, সেটি নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরিটির বাইরের অংশের একটু ক্ষতি হয়। পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি।

এর আগেও তিনবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লাগে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি), তদন্ত কমিটি গঠনসহ ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়।