১৩ আগস্ট ২০২১, ১৭:২৫

পদ্মা সেতুর নিরাপত্তায় ফেরিতে থাকবে সেনাবাহিনী

পদ্মা সেতুর নিরাপত্তায় ফেরিতে থাকবে সেনাবাহিনী  © সংগৃহীত

পদ্মা সেতুর নিরাপত্তাসহ সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা প্রতিরোধে ফেরিতে ২ জন করে সেনা সদস্য থাকবেন। সম্ভাব্য বিদেশি অপশক্তির গোয়েন্দা তৎপরতা রোধেও তারা কাজ করবেন। সম্প্রতি সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কার ঘটনায় প্রকল্পটির নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ মিলিটারি অ্যাফেয়ার্সের ফেসবুক পেজে জানানো হয়েছে, চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চলাচলকারী তিনটি ফেরির ধাক্কায় পদ্মাসেতুর ১০, ১৬ ও ১৭ নম্বর পিলারের পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার পিলারে ধাক্কার ঘটনা উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে।

এতে বলা হয়, এবার নিরাপত্তার জন্য সেতুর পিলারে সিসি ক্যামেরা স্থাপন ও আলোকসজ্জা করা হচ্ছে। সাথে পিলার ও ফেরিগুলোর চারপাশে রাবারের টায়ার লাগানো হবে। এ ছাড়া, এ নৌপথে চলাচলকারী ফেরিগুলোতে দুই জন সেনা সদস্য থাকবে।

সর্বশেষ, আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও কাকলি নামে ছোট একটি ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটে। এ নিয়ে গত জুলাই ও আগস্টে পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটল।

নৌ পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পদ্মায় তীব্র স্রোতের কারণে আজ শুক্রবার আবারও একটি ছোট ফেরি পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে তেমন কোনো ক্ষতির খবর এখন পর্যন্ত আমরা পাইনি।’

এর আগে, গত ২০ জুলাই প্রথম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত সোমবার সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোর ধাক্কা খায়।