‘স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখার প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা’
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১১:২৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২১, ১১:২৫ PM
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখার প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা। আজ মঙ্গলবার (১০ আগস্ট) বঙ্গমাতার শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা’ শীর্ষক এক স্মারক বক্তৃতায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
উপমন্ত্রী আরও বলেন, নীতির প্রশ্নে বঙ্গবন্ধু আপোষ করেননি। বঙ্গমাতা নেপথ্যে থেকে আপোষ না করার পরামর্শ দিয়েছেন। আর্থিক সহায়তা দিয়েছেন। বঙ্গবন্ধু যাকে রেণু নামে ডাকতেন, সেই রেণু সুরভিত হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুর জীবনে। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যগণ সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার শিক্ষা পরিবার থেকে পেয়েছেন।
ভার্চুয়াল এই স্মারক বক্তৃতায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিক্ষণে বঙ্গমাতা উজ্জ্বলভাবে আছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যু সঙ্গী ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ তিনি অনুসরণ করেছেন। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এবং জাতির পিতা হয়ে উঠার পেছনে বঙ্গমাতা অবদান রেখেছেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন হলের প্রভোস্ট, অফিস প্রধান, শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।