করোনায় মৃত্যুর মিছিলে বিশ্ববিদ্যালয়ের ৩৯ শিক্ষক
করোনা মহামারিতে বিপর্যস্থ পুরো দেশ। এই মহামারিতেই অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিত্বের বিয়োগ ঘটেছে। মহামারির এই সময়ে করোনা আক্রান্ত হয়ে একে একে চিরবিদায় নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান ৩৯ শিক্ষক। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে দেশজুড়ে ছিলেন পরিচিত এবং সমাদৃত।
তথ্যমতে, গেল বছর মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত করোনা ও করোনা উপসর্গ নিয়ে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯ শিক্ষক মারা গেছেন।
মৃত্যুর তালিকায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা৷ এখন পর্যন্ত করোনায় প্রাণ গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষক। এছাড়া করোনায় মারা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ জনসহ সরকারি-বেসরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ৩৯ শিক্ষক।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর ৮ আগস্ট ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যানটি তৈরি করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ১১ জন শিক্ষক প্রাণ হারিয়েছেন। সর্বশেষ রবিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত ১৬ জুলাই দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর আগে গত বছরের ৩১ মে মারা যান পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ। আর চলতি বছরের ১৭ এপ্রিল মারা যান পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান।
গত বছরের ৭ মে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী মৃত্যুবরণ করেন। একই বছরের ১৪ মে জাতীয় অধ্যাপক ও ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে ১ ডিসেম্বর মারা যান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক সভাপতি ও অধ্যাপক ড. হাসনা বেগম এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রতন লাল চক্রবর্তী।
এছাড়া চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক কে এম মোহসীন, ৮ এপ্রিল দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান ও ৩০ এপ্রিল গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আব্দুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, গুণী শিক্ষকদের হারিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। এটি আমাদের জন্য দুঃখজনক ঘটনা। তাদের জীবন অনুসরণ করে আমাদেকেও সেভাবে তৈরি হতে হবে। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
করোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন। গত বছর ৩০ মে চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাবরিনা ইসলাম সুইটি করোনা উপসর্গ নিয়ে মারা যান। এরপর ৬ আগস্ট চবি গণিত বিভাগের অধ্যাপক শফিউল আলম তরফদার (৫৪) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ২৬ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে চবির সাবেক উপাচার্য অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী মৃত্যুবরণ করেন।
গত ১২ মার্চ করোনা আক্রান্ত হয়ে চবির ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক আ. ন. ম. আব্দুল মুক্তাদির মৃত্যুবরণ করেন। ২২ জুলাই করোনা আক্রান্ত হয়ে বাংলা ভাষার গুরুত্বপূর্ণ গবেষক, সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল মারা যান।
সর্বশেষ ৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালাহ উদ্দীন মৃত্যুবরণ করেছেন। তিনি সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রক্টর, সমাজ বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, একে একে প্রবীণ শিক্ষকদের চলে যাওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি। তাদের যে অভিজ্ঞতা, পরামর্শ সেগুলো আমরা আর পাবো না। এই ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষকের মৃত্যু হয়েছে। গত বছরের ২ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ইমিরিটাস অধ্যাপক ড. ফখরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জয়নুল আবেদীনের মৃত্যু হয়েছে।
গত ১৮ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শামসুন নাহার মৃত্যুবরণ করেছেন। গত ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবুল বাশার মিঞা মারা গেছেন। গত ২৭ জুলাই করোনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আব্দুস সালাম ইন্তেকাল করেছেন।
গত বছরের ১৪ সেপ্টেম্বর করোনা উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যু হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি করোনা সংক্রমিত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সাবেক সভাপতি সাইদুর রহমান মারা যান।
গত ১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউসেট)’ ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল মোত্তালিব মারা গেছেন।
গত ১৩ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. এম. মাহফুজুল হক মারা গেছেন।
গত ২৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ।
গত ৫ মে করোনা সংক্রমিত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল মারা যান।
গত ৮ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. কাজী মুজিবুর রহমান মারা গেছেন। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বা তড়িৎ প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ছিলেন।
১৬ দিন হাসপাতালের আইসিইউতে থাকার পর গত ৭ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী মারা গেছেন। ডেঙ্গু ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুকুমার রায় (৬৪) মারা গেছেন।
গত ১৮ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম খান।
গত ২৬ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নজিবুর রহমান। একইদিন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. মর্ত্তুজা আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত ২৭ জুলাই করোনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আকরাম হুসাইন মজুমদার মারা গেছেন।
গত ৩১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের প্রাক্তন অধ্যাপক ও ডীন এবং কৃষিবিদ গ্রুপের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম মারা গেছেন।
গত ৩ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজহারুল হক ইন্তেকাল করেছেন। একইদিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সলর (ভিসি) অধ্যাপক মো. শাদাত উল্লা ইন্তেকাল করেছেন।
গত ৪ আগস্ট করোনার বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজমুল হুদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।