০৬ আগস্ট ২০২১, ২৩:২০
জাতীয় শিক্ষা কমিশন গঠনের দাবি বিএনপির
দ্রুত সময়ের মধ্যে জাতীয় শিক্ষা কমিশন গঠনসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।
শুক্রবার (৬ আগস্ট) বিএনপির আয়োজনে শিক্ষা বিষয়ক এক ভার্চুয়াল সভায় সরকারের প্রতি এ দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষার্থী সবাইকে নিয়ে একটা জাতীয় কমিশন গঠন করা প্রয়োজন। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে পরিকল্পনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া প্রয়োজন।
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপার্সনের উপদেষ্টা জবিহউল্লাহ।