ডাবল শিফট করে শ্রেণিশিক্ষা চালুর দাবি বিএনপির

ডাবল শিফট করে শ্রেণিশিক্ষা চালুর দাবি বিএনপির
ডাবল শিফট করে শ্রেণিশিক্ষা চালুর দাবি বিএনপির  © সংগৃহীত

দুই শিফট করে শ্রেণিশিক্ষা চালুর দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উচ্চশিক্ষা পর্যায়ে অনলাইন ও সরাসরি শ্রেণি শিক্ষার সমন্বয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের অতি দ্রুত টিকা দেয়ার ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (৬ আগস্ট) বিএনপির আয়োজনে শিক্ষা বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভায় সরকারের প্রতি এ দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।

তিনি বলেন, ড্রপ আউট দূর করতে সরকারের পক্ষ থেক্র পর্যাপ্ত প্রণোদনা ঘোষণা, যোগ্য, উপযুক্ত ও মেধাবী প্রজন্ম তৈরি করার জন্য যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করতে হবে। একই সাথে শিক্ষাখাতে দক্ষতা বৃদ্ধি করতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও দলটির প্রচার সম্পাদক শহদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ