সারাদেশে মশা মারবে ছাত্রলীগ

এডিস মশা নিধনের কর্মসূচির উদ্বোধন করেন আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্য
এডিস মশা নিধনের কর্মসূচির উদ্বোধন করেন আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্য  © ফাইল ছবি

ডেঙ্গু মোকাবিলায় মাসব্যাপী এডিস মশা নিধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এক অনুষ্ঠানে এডিস মশা নিধনের এই কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সংগঠনের কেন্দ্রঘোষিত এই কর্মসূচি আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে সংগঠনের প্রতিটি ইউনিটে পালিত হবে বলে জানিয়েছে ছাত্রলীগ।

কর্মসূচির উদ্বোধনকালে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, করোনা ও ডেঙ্গু সমান হারে মানুষকে আক্রান্ত করছে, আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা সচেতন না হলে ডেঙ্গু মোকাবিলা করা কঠিন হয়ে যাবে। ডেঙ্গু মোকাবিলায় আমরা যে কর্মসূচি ঘোষণা করছি, তা আগামীকাল থেকে একযোগে সারা বাংলাদেশে পালিত হবে। আশপাশের অপরিচ্ছন্ন জায়গাগুলো আমরা পরিষ্কার রাখতে পারলেই ডেঙ্গু মোকাবিলায় আমরা এগিয়ে যেতে পারব।’

আল নাহিয়ান খান বলেন, ‘ছাত্রলীগ আজকে শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের পাশেও দাঁড়াচ্ছে। সারা দেশের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করলে আমরা ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে যেতে পারব।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আগামী এক মাস এডিস মশা নিধনে ছাত্রলীগের এই কর্মসূচি চলবে। প্রয়োজনে কর্মসূচির সময়সীমা আরও বাড়ানো হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক উপসম্পাদক তানভীর হাসানের সঞ্চালনায় এই কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সাঈফ বাবু, মাহমুদুল হাসান (তুষার), তিলোত্তমা শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী ও বেনজীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম (বাঁধন), আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক তুহিন রেজা, সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক মাইনুল হাওলাদার, সাহিত্যবিষয়ক উপসম্পাদক এস এম রিয়াদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধনের পর নেতা-কর্মীদের নিয়ে টিএসসি এলাকায় মশকনিধনের ওষুধ ছিটান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence