আমরা বাবার স্নেহ থেকে বঞ্চিত ছিলাম: শেখ হাসিনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ১২:৪৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২১, ১২:৪৮ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবার স্নেহ থেকে আমরা বঞ্চিত ছিলাম। কামাল আর আমি পিঠাপিঠি ছিলাম। বাবা তাকে খুব আদর করতো। ওর মধ্যে ছোটবেলা থেকে কর্তব্যবোধ ছিল। এমন কোনো খেলা নেই যে কামাল খেলতো না। সে চমৎকার নাটক করতে পারতো।
আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি কল্যাণমূলক কাজ করে গেছে শেখ কামাল। ও বেঁচে থাকলে যুব সমাজের জন্য অনেক অনেক কাজ করে যেতে পারতো।
তিনি বলেন, আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করে কামাল। ওই অঞ্চলের লোকজন যাতে খেলাধুলা করতে পারে এটাই তার উদ্দেশ্য ছিল। সাংস্কৃতিক ও খেলাধুলায় যে উৎকর্ষতা তাতে কামালের অবদান রয়েছে।
সাংগঠনিক দক্ষতাও বেশ ভালো ছিল শেখ কামালের। শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা আন্দোলনে সে অংশ নিতো। একটা অদ্ভুদ সাংগঠনিক দক্ষতা ওর ছিলো। তার প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ গড়ে ওঠে। সংগীত অঙ্গনেও ছিল তার অবদান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় এবং জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।