১১ আগস্ট থেকে দোকানপাট খোলা হবে

বিধিনিষেধ বাড়ল
বিধিনিষেধ বাড়ল  © ফাইল ফটো

আগামী ১১ আগস্ট থেকে দেশের সব দোকানপাট খুলে দেয়া হবে। এর আগে দকানের কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভাইরাসের টিকা নিতে হবে।

মঙ্গলবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেয়া হবে। তবে এর আগে অবশ্যই দোকান মালিক ও কর্মচারীদের করোনা ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন না নিয়ে দোকান খোলা যাবে না।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ আগস্ট পর্যন্ত লকডাউন চলমান থাকবে। এরপর লকডাউন তুলে নেয়া হবে। ১১ আগস্ট থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে। ১১ আগস্ট থেকে গণপরিবহন, লঞ্চ, দোকানপাট, শপিংমল সবকিছু খুলে দেয়া হবে। তবে এর আগে সবাইকে টিকা নিতে হবে। টিকা না নিয়ে কেউ দোকানপাট খুলতে পারবে না।


সর্বশেষ সংবাদ