কয়েক ঘণ্টার জন্য চলবে বাসও
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১০:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২১, ১০:২১ PM
রফতানিমুখী শিল্পের শ্রমিকদের ঢাকা আসার সুবিধার্থে কয়েক ঘণ্টার জন্য গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। শ্রমিক পরিবহনের জন্য বিভিন্ন রুটের বাস ও লঞ্চ চলবে।
আজ শনিবার (২০ জুলাই) রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ‘রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
এদিকে, এদিন সন্ধ্যার পর থেকে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রাতে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পড়ুন: লঞ্চ চালুর সিদ্ধান্ত বিআইডব্লিউটিএ’র
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, দেশের সকল রুটে আগামীকাল সারাদিন বাস চলাচল করবে।
তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ সীমিত সময়ের মধ্যে ট্রেন চলাচল করবে না।
এর আগে, গতকাল শুক্রবার (৩০ জুলাই) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলার কথা জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনায় আজ শনিবার সকাল থেকে কর্মজীবী নারী-পুরুষ বাস-ট্রাকে গাদাগাদি করে এবং জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ওঠে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছেন।