লকডাউন আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের
গত ২৩ জুলাই থেকে দেশে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। আগামী ৫ আগষ্ট শেষ হচ্ছে এ লকডাউনের পরিসীমা। এরমধ্যে আগামীকাল থেকে খুলে দেয়া হচ্ছে দেশের পোশাক কারখানাগুলো। তবে ৫ আগস্টের পরও আরো ১০ দিন কঠোর বিধিনিষেধ অব্যাহত রাখার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আমরা মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে চলমান বিধিনিষেধ আরো ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি বলেও এসময় উল্লেখ করেন তিনি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, বিধিনিষেধ তুলে দিলে পরিস্থিতি আরো ভয়ংকর হতে পারে। কারন এই মূহুর্তে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ চলছে। এরমধ্যে রপ্তানিমুখী শিল্পকারখানাও খুলে দেওয়া হচ্ছে। এখন স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিষয়টি কঠোর নজরদারির আওতায় রাখতে হবে। না হলে বিপর্যয় নেমে আসতে পারে।