৩০ জুলাই ২০২১, ২৩:৫৮

অক্সফোর্ডের আরও ৮ লাখ ডোজ টিকা আসছে কাল

অক্সফোর্ডের আরও ৮ লাখ ডোজ টিকা আসছে কাল  © সংগৃহীত

জাপান থেকে উপহার হিসেবে পাওয়া অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ করোনার টিকা শনিবার ঢাকায় এসে পৌঁছাবে। টিকা প্রাপ্তির আন্তর্জাতিক সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা দেশে আসছে।

শুক্রবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা যায়।

টোকিওর বাংলাদেশ দূতাবাস জানায়, টিকার দ্বিতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওনা হয়েছে। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে।

এর আগে গত ২৪ জুলাই জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়।

সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন। সেই তালিকায় বাংলাদেশের নামও ছিল। সেখান থেকেই অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছে বাংলাদেশ।